আমার ভেঙে গেছে মন,
কাঁচেরই মতন।।
গরম জলে যায় কি তেষ্টা,
শুধু শুধু ব্যর্থ চেষ্টা।
এখন সুপারগ্লুতে চেষ্টা করছি জুড়া দিতে মন।
ভেঙে গেছে মন
কাঁচেরই মতন।
জানতাম যদি মন দিলে ভাসবো নয়নজলে,
তাইলে কি আর রাখিতাম পা দু:খের দাবানলে।
পুড়া মনে ক্ষণে ক্ষণে
হচ্ছে আমার দহন
ভেঙে গেছে মন
কাঁচেরই মতন
না জানিয়া না বুঝিয়া দিছিলাম মন তোরে,
এখন দেখি জীবনটা মোর অমানিশার ঘোরে,
বিধি তুমি দাও বলে দাও।।
কি করি এখন,
ভেঙে গেছে মন
কাঁচেরই মতন।
স্বার্থহীনে ভালবাসা কারে কয়,
দিয়ে যাব আমি তার পরিচয়,
আমার দু:খ আমারই থাক,
সুখী হোক তোমার জীবন,
ভেঙে গেছে মন
কাঁচেরই মতন।
তোমায় পাইনি বলে, লোকে ব্যর্থ বলে,
তুমি সুখি হলে, যদি পুড়ি অনলে,
ঐ অনলে পুড়বো চিরন্তন,
এই করেছি পণ।
ভেঙে গেছে মন,
কাঁচেরই মতন।
আমার ভেঙে গেছে মন,
কাঁচেরই মতন।
গল্পের বিষয়:
কবিতা