চাঁদে যাচ্ছি

চাঁদে যাচ্ছি

এতো সময় নাই যে আমার, এতো সময় কই ?
ঘুরতে এবার যাচ্ছি চাঁদে, কিনছি একটা মই ।
চকমকে মই বানাইছে ঐ নকল রাজ চায়না
সফর সঙ্গী হবেন এবার বিল ক্লিনটন ডায়না ।

চাঁদে বসে করবে মিটিং হাজার কোটি পতি
সভাপতি করে আমায় চাইবে বিনম্র সম্মতি
আদি যুগের নেতাও থাকবে জমবে মিটিং বেশ
মিটিং শেষে রাজার বেসে ফিরবো নিজের দেশ ।

আগাম টিকেট বুক করেছি যাচ্ছি তবে চীনে
নকল বাজ ধরতে এবার মিটং করবো দিনে
গোপন মিটিং দ্বৈত সিটিং তারপর যাচ্ছি মঙ্গলে
ভনভোজনও হবে সেথায় সাগার পাড়ের জঙ্গলে।

বলবে-রাজামশাই কয়েকটা দিন থাকেন-
বলবো আমি –নারে না, সময় এখন নাই
রসুন বুনে ফিরবো জুনে এবার তবে যাই ।।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত