খাঁচার পাখি উড়াল দিলে

খাঁচার পাখি উড়াল দিলে

আমি আমি করি আমি
আমার নয়তো আমি
খাঁচার পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি,
মাটির দেহ, আগুন , পানি
বাঁচে বায়ু টানি
এক নিঃশ্বাসের বিশ্বাস নাইরে
আয়ু কতখানি;
যমের হাতে মরণ লিখা
হবে একদিন মানি
আমার মরণ হবে কবে
আমি নাহি জানি;
তোমার খাঁচায় পরাণ পাখি
আমি বলি আমি
খাচাঁর পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি;

মাটির দেহ মাটি হবে
আগুন যাবে নিভে
দেহের পানি বাতাস হয়ে
শূন্যে মিলাবে,
জায়গা জমি অর্থ কড়ি
সবই পড়ে রবে
আমল ছাড়া কোন কিছুই
সঙ্গে নাহি যাবে,
এক নিঃশ্বাসের জীবনখানি
বড়াই কিসের করি আমি
আমার নয়রে আমি
খাঁচার পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি;

আসমান জমিন গ্রহ তারা
সবে তোমার অধিকার
সৃষ্টির মাঝে আছো তুমি
সদা নিরাকার
নিরাকারে দিয়া আকার
খেলো তুমি আলো আঁধার
সৃষ্টিতে অস্থিত্ব তোমার
আমি ও নয় যে আমার
মানুষ বানাইয়া তুমি
করো অহঙ্কার ,
কৃপা ছাড়া কেমনে প্রভু
করবে তবে তাহার বিচার?
রাহমানুর রাহিম তুমি
রহমতের আধার;
একটুখানি দয়ার আশায়
দু’হাত তুলি কাঙ্গাল আমি
জায়-নামাজে সেজদায় পড়ে
কাঁদি দিবা-যামি,
খাঁচার পাখি উড়াল দিলে
সব হয়ে যায় তুমি।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত