বীজমন্ত্র

আত্মা হতে —
আজাদির কায়দা জানো কি?
আছে কি বীজমন্ত্র —
নিষ্ঠুর নিয়তির
ধীর দংশন দ্রুত করার?
ভূতগ্রস্ত বাঁশঝাড়ের তলে
যন্ত্রণার জ্বলন্ত হেঁসেলে
শুধু বুদবুদ তুলে
নিঃশব্দে লীন হয়ে যাওয়ার?

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত