যত আগুন বুকে আমার নিভিয়ে দিয়ো এক ফুঁতে

যত আগুন বুকে আমার নিভিয়ে দিয়ো এক ফুঁতে

নেইনা খবর মাগো তোমার
ক্ষমা করো যদি পারো
ব্যস্ত আমি শত কাজে
সুখে জীবন পোয়াবারো।
আদর স্নেহ ভুলে সকল
লুটাই গো প্রাণ নিজের তরে
নিজের মাঝে নিজেই থাকি
সুখে দু:খে নিজের ঘরে।
সংসার বাচ্চা কর্মক্ষেত্র
সব মিলিয়ে ব্যতিব্যস্ত
যন্ত্র মানুষ হলাম মাগো
শত দায়ভার মাথায় ন্যস্ত।

দূরে তুমি বসে বসে
দোয়া করছ সুখে থাকি
তোমার কথা ভুলে যে মা
নিজের জন্যই স্বপ্ন আঁকি।
কেমন করে কাটছে জীবন
জানিনা মা শরীর কেমন
খবর নিবো তোমার আমি
পাচ্ছি নাক সময় তেমন।
কাজে কর্মে বেলা গেলো
ভুলে থাকি মায়ের আদর
রাতের বেলা আপন হয়ে
বিছায় না কেউ স্নেহের চাদর।

না খেয়েও যদি শুয়ে পড়ি
জিগায় না কেউ আদর মুখে
পেটের খিদায় চোখের কোণে
অশ্রু গড়ায় কষ্ট বুকে।
তৃষ্ণা জাগে যখন তখন
জড়িয়ে ধরি তোমায় মা
গুটিসুটি বুকে ঘুমাই
যেমন ঘুমায় ঐ পাখির ছা।
ইচ্ছে করলেই হয়না পাওয়া
তোমার স্পর্শ ভালবাসা
দূরে বসে প্রহর গোনি
মিটবে কবে মনের আশা।
শীঘ্রই আমি আসছি মাগো
তোমার দুটি চরণ ছুঁতে
যত আগুন বুকে আমার
নিভিয়ে দিয়ো এক ফুঁতে।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত