প্রতিকল্প

প্রতিকল্প

স্পর্ধার আরেক নাম উদ্বাহু আকাশ,
বুকে যার শুচি শুভ্রতার সফেন মেঘদল,
করুনাধারায় নিজেকে যে ঝরায় সে সবুজ,
স্বতঃস্ফূর্ত জীবনের নির্মোহ চিত্রকর প্রকৃতি,
দহনের সংবিধিবদ্ধ প্রকাশক নিমীলিত রৌদ্র,
নিজে জ্বলে জ্বলে সে রচে সৌর দিনপঞ্জী ।

ভারস্যামের গল্প লেখে উত্তরীয় সমীরণ,
নেই যার কোন পক্ষপাতের সহমরণ,
কাঠিন্যের ধূসর অঙ্গীকার গড়ে পাহাড়,
নেই যার কোন মানবিক ক্ষুধা নিদ্রা আহার,
বিশ্বাস মানে শরীর ছুঁয়ে আত্মার খোঁজ,
ভালোবাসা মানে অপাপবিদ্ধ তোমার মুখ,
বিরহ মানে তোমাকে ছুতে না পাবার অদৃষ্ট ।

জীবনের আদিম রুপকার স্রোতস্বিনী নদী,
বৃষ্টির কান্নায় গ্রীষ্ম নেভায় দহন অনল,
জলের ঝর্ণা নদী সাগর বাহ্যিক ভেদাভেদ,
রূপভেদে রচে প্রবাহের নির্বিরোধী ঋজুবেদ,
প্রদীপের নীচের অন্ধকারেই আলোর দাফন,
অদিম লজ্জার শরীর ঢাকে সভ্যতার কাফন,
বিবর্তনের তুলি আঁকে বংশগতির কাহন ।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত