রঞ্জনা

রঞ্জনা

হৃদয় ছোঁয়া এই অনুভবের
আরেক নাম যদি হয় রঞ্জনা,
ভালোবাসার নাম বদল করে
যদি আকাশ বাড়িয়ে ডাকি রঞ্জনা,
সে কি খোঁপায় খুনসুটি জড়িয়ে
আজ রাতে কাছে আসবে না ?
রাতের পুরুষ চোখের পরাজয়ে
অন্তহীন ঈর্ষা বাঁচিয়ে রেখে সে কি
আজ আমার হাসিতে তার
ভুবনভোলানো সে হাসি মেলাবে না ?
সে কি ভালোবেসে পাশে বসে আজ
সেই নাম ধরে আমায় ডাকবে না ?

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত