নাম কি তোর?
রোয়ানু
কাজ কি বাপু?
ধোয়ানু,
যাইবা কই?
উপকূলে,
নদী সাগর
হেলে দুলে।
খিদে পেলে
শোয়ানু
গাছ পালা
ক্ষোয়ানু।
করলা কি এই?
ধ্বংশলীলা,
টিনের চালে
বজ্রশীলা।
কেবা কারা?
দৌড়ে পালা
গোয়াল ঘরে
দিয়ে তালা।
গল্পের বিষয়:
কবিতা নাম কি তোর?
রোয়ানু
কাজ কি বাপু?
ধোয়ানু,
যাইবা কই?
উপকূলে,
নদী সাগর
হেলে দুলে।
খিদে পেলে
শোয়ানু
গাছ পালা
ক্ষোয়ানু।
করলা কি এই?
ধ্বংশলীলা,
টিনের চালে
বজ্রশীলা।
কেবা কারা?
দৌড়ে পালা
গোয়াল ঘরে
দিয়ে তালা।