ভুল প্রেম

ভুল প্রেম

ভুল প্রেম
আতিকুল ইসলাম

আকাশের পশ্চিম কোনে যখন আগুনে উত্তপ্ত লাল
লোহার মত চাঁদ উঠে, আরো থাকে শান্তি প্রিয় দিঘীতে
গ্লাস ভাঙা কাঁচের টুকরর মত চকচকে তারার প্রতিফলন,
আমি তখন শরতের কাশ ফুলের কনার মত
ভেসে যাই সুখময় কল্পনায়, যেখানে শুধু
সুখ আর সুখ।
তুমি সেই চাঁদ দেখলে না
আর দেখলে না সূর্যমুখী ফুল।
তুমি আমাকে জীবন দেখাতে চেয়েছিলে
চেয়াছিলে লাল ইটের তৈরি সাদা বাড়ি।
আমি শুধু চেয়েছিলাম তোমাকে আরও চেয়েছিলাম
মায়ের আঁচলের মত আপন কোন কল্পনা
তুমি শুধু মিথ্যা যৌবন নিলে
নিলে না কোন ভালবাসা।
তবু আমার তেমন কষ্ট নেই, নেই কোন ঘৃণা।
আমি শুধু ঘুরে ফিরে কবিতার কাছে চলে আসি।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত