আর্তনাদ
পৃথিবী আজ কর্দমাক্ত
আর্তনাদে কাঁদা হয়ে গেছে পৃথিবীর
মাটি।
আর্তনাদ।
শোনা যায় সেই ছয়শ কিশোরীর আর্তনাদ
যারা হত্যা হয়েছিল
একজনের স্বার্থে।
আর্তনাদে পৃথিবী আজ নোংরা।
একটু অন্ধকারাচ্ছন্ন।
মানুষ বর্বর,
অন্য কিছু নয়।
মানুষ মানুষকে কাটে ও খায়
অদৃশ্য কাউ নয়।
যাদের কাটা হয় তারা আর্তনাদ করে,
সে সব শোনা যায়
ইতিহাস ঘাটলে।
ইতিহাস পড়ার দরকার নাই
আশেপাশে তাকাও
শুনতে পাবে আর্তনাদ।
আর্তনাদ শেষ হয়ে যায় না
তারা আকাশে ভাসে
ঠিক কালো মেঘের মতো,
তারপর গর্জন হয়ে বেড়িয়ে আসে
আর্তনাদ
মানুশের,অন্য কারও না।
গল্পের বিষয়:
কবিতা