প্রিয়া

প্রিয়া

আমি চিত্র হস্তে লয়ে খুজিয়াছি
পথ হতে পথে; দিগন্তে; সুনীল গগনে।
আমি সোনায় আবদ্ধ ফ্রেম হস্তে
গোধূলীর চির-চেনা কাননেও বেরায়েছি।
আমি প্রিয়াকে তাহার প্রিয়র মাঝে খুজিয়াছি
সে লুকোচুরি-লীলায় মত্ত, আর আমি তাহায়।

দ্বারেদ্বারে; প্রান্তরে; দীর্ঘ প্রাচীরে উঁকি দিয়া
দেখিনি সোনারও মুখ-খানা। আহা কি দশা!
উড়ো চিরকুট আজি ফিরিয়া আসে না
আসে না ফিরিয়া প্রিয় প্রতিমা “প্রিয়া”।
তাহাকে খুজিয়া ফিরিয়া আমি বড়ই ক্লান্ত
যেথায় স্থান নেই, সেথায়ও খুজিয়াছি।

তাহারি ভরা স্বপ্নে আমি অপূর্ণ মানব
বুঝি তাই সে গিয়াছে আপন নীড়ে চলি।
কত নীড় ঘুরিয়া বেরায়েছি কোকিলা-প্রিয়া’রে।
কোন সংসারে সে নাহি, নাহি কোন প্রাণের গরজে।
তার নৌকায় বাধানো কল্পনার নীড়ে খুজিয়াছি
নৌকা দিশাহীন স্রোতে শূণ্য লয়ে ভাসে।

আমি “প্রিয়া” নামটি আর পাইলাম না,
পাইলাম না তাহারও বাধানো চিত্রের তাহাকে।
না হয় আবার গাহিবো সুরের বাজনা
সুরেরটানে আসিবে কি সে হারানো প্রতিমা “প্রিয়া”?
প্রিয়াকে খুজিতে খুজিতে আজ আমি
আপনারে হারায়ে বসিয়াছি নিজের ভাবনা থেকে।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত