মুখে আলো এসে পড়ল, সূর্যোদয় হয়েছে যেন বা
অপমানিতার মুখে। সে’ আলোর অপরূপ শোভা
অন্ধ করে দিল এই অপরাধী শহরের চোখ।
সরকারি ‘বিভূষণ’ সংস্কৃতি-ধারক-বাহক
শিউরে উঠল তারা, সাহসের পাপদৃশ্য দেখে।
মন্ত্রী রাগবে বলে দেখল না বুঝি বা অনেকে।
এই লজ্জা তাঁর নয়। আধা সভ্য এ জাদু শহরে
যারা চেনে কাস্টমার, যারা ঢোঁক গেলে তার পরে
বেহাল এমপি দিদি যার উপর রাজ্যের প্রহরা
মিছে কথা বলে চলা সেই সব নপরাজিতরা।
তিনি কিন্ত অমলিন তাঁর যুদ্ধ জারি রেখেছেন।
যে যুদ্ধটুকু চেনে শুধু বোকা দময়ন্তী সেন।
মমতা কোথাও নেই, নকল সে মমতার ছায়া
তবুও বিবৃতি দেয়। মসনদে দারুণ বেহায়া
মেয়ে হিটলার জানে সে আসলে সভ্যতার খুনি।
তাই ঘটে পার্ক স্ট্রীট, তাই মরে যায় কামদুনি।
মুখে আলো এসে পড়ল। সে শোভায় মাথা হলও হেঁট।
এই পাপী শহরকে আলো দিক সাহসী সুজেট।
গল্পের বিষয়:
কবিতা