বসন্তের এক সকালে
বসন্তি বাতাসে ডুবে থেকে
আকেশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি
অজস্র তারা ঝলমল করছে
মৌমাছিরা ফুল থেকে আহরণ করছে
ফোঁটা ফোঁটা রক্ত
বাঘেরা লালন পালন করছে
হরিণের পাল।
মানুষের মাঝে তাকিয়ে দেখি ,
অনেক অনেক শয়তান চিৎকার করছে ।
কবিরা কলম ভুলে যেয়ে
ডাক দিচ্ছে যুদ্ধের।
মানব শিশুরা পিঁপড়ার খাবার হচ্ছে
কুকুরের বলছে –
পৃথিবীটা তাদের।
গল্পের বিষয়:
কবিতা