ব্রোথেলের ঘরে

ব্রোথেলের ঘরে

ব্রোথেলের ঘরে

আজকের এই বর্ণিল আলোকিত অন্ধকার ঘরে,
আজকের এই কোমল তুলতুলে বিছানায়,

রাত বিরাতে আজ থেকে হাজার জনের হাতে, বিলি হওয়ার জন্য
আমার গর্ভবতী মোন, আর শুনবে না বারন, জন্ম দেবে হাজারটা হৃদয়।


আজ থেকে হয়তো আমার কোমল দেহ, প্রাগৈতিহাসিক পশুতার টানে
আনবে ডেকে কোন সভ্যপুরুষ,সমাজ সেবি কিংবা কোন নেতা।

হয়তো আমার গর্ভে জন্ম নেবে, জারজ নামের ফুটফুটে এক শিশু।
অনাদরে বেড়ে ওঠা সেই অনাগতার, থাকবেনা কোনো স্বীকৃত পিতা।

জনে জনে, ক্ষণে ক্ষণে আজ থেকে বিক্রি হবো আমি।
উপর-নিচু, বাড়বে কমবে কিছু, দেহের দরটা আমার।
সুফলা, ডিগাপাতা আর বাসমতি চালের দামের মতো,
ফুটন্ত ইস্টিমে পড়ে, এ জীবন জুড়ে, চলবে বেড়ে আমার হৃদয়ের ক্ষতো।

কোন এক রাতে, এক রোমিওর সাথে, এক আকাশ বিশ্বাস বুকে ধরে
সব কিছু ছেড়ে, তার হাত ধরে, বেড়িয়েছিলাম অন্ধকারে ।
আমার ভ্রান্ত প্রেম আর অন্ধ ভালোবাসার মূল্য, সে দিয়েছিনু মোরে।
তাইতো আছি আজ, বর্নিল আঁধারী এই ব্রোথেলের ঘরে।

আমার আকাশের এ অন্ধকার হয়তো শেষ হওয়ার নয়।
নক্ষত্রের আলো, হয়েছে এখন কালো, রয়েছে ঝুলে তার আকাশের বুকে
জাঁহাবাজ রবি, হয়েছে যখন ছবি,আমার আকাশে চলছে না তার রথ।
এক এক করে, সবে মোরে গেল ছেড়ে, সঙ্গী এখন কেবল আঁধার-কালো রাত!!!!

……………………. বিলিয়ার রহমান

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত