আদিগন্ত স্বপ্ন ছিল চোখে তার!
খা খা রোদে বিরান প্রান্তর ছুয়ে
চোখে মুখে বিষন্ন বালিকার মুখে
সুখ ফোটানোর প্রচেষ্টা!
শীতের আর্তনাদ ছিলো বেশ তখনো
হিম হিম শীত ভারী
চোখে ছিল বারুদের নেশা
ভাষায় উন্মুক্ত তরবারি!
প্রেমিকের উষ্ণতা উপেক্ষা করি
করি বুলেট আলিঙ্গন
মন প্রান জুড়ে ছিল ভাষা শুধু
প্রজন্মের বন্ধন!
গল্পের বিষয়:
কবিতা