অসহায় মন
যখন গভীর কালো মেঘ গুলো আকাশ কে ছেড়ে ছেড়ে যায়
আমার ও একলা হতে ইচ্ছে করে দূর নীলিমায়
যখন ঝড়ো বাতাসে এ গাছ ও গাছে ঠাঁই না পেয়ে ভেঁজা কাক পাখা ঝাপটায়
মনটা বিমর্ষ হয় বুঝে সে ও একা এমন অসহায়
তবুও জীবন বাঁচে অজস্র নিরাশায়
মিথ্যা গুলো সাথী হয় আর স্বপ্ন গুলো জোয়ারে ভাষায়।
প্রেম ছিল প্রতারনার পোষাকে সব সময়
তাই ছোট ছোট প্রতিজ্ঞা গুলো ধুলোয় মিশে রয়।
কতো হিসেব নিকেশ আর কতো লুকোচুরির খেলায়
মানুষ চিনতে এই মন চিরকালই অসহায় ।
গল্পের বিষয়:
কবিতা