হের গগনে কত শত নক্ষত্র
আর কালো মেঘমালা আমার মিত্র।
কতজনের স্বপ্ন মম পদতলে
দলিত করে চলি সম্মুখ কোলাহলে।
আমি স্বপ্নবিনাশী অসূর!
আমি ভেঙ্গে ফেলি দেবতার ত্রিশূল!
মম হাতে রক্ত, মুখে জ্ঞানবিনাশী মন্ত্র!
আমি ভালোবাসা করিব ধ্বংস!
ঘৃণার পাত্র আমি নৃশংস!
আমি খুন করে মাতি উল্লাসে!
আমি মৃত্যু আঁকি মনের রঙিন ক্যানভাসে!
মম আখিতে ধ্বংস নেশা,
কর্ণকুহরে মৃত্যুসঙ্গীত!
বজ্রপাতে খুজে ফিরি আমি দিশা,
আমি বিধ্বংসী প্রাচীন মিথ।
হেমলকে ভরা আমার প্রতিটি শিরা,
হিংসা আমার অলংকার!
আগ্নেয়্গিরি মাঝে আমার ডেরা,
আমি দম্ভ! আমি অহংকার!
গল্পের বিষয়:
কবিতা