একমুঠো চাঁদের আলোয়
আজ করিয়াছি শ্নান।
এতো পরম শান্তি,
এতো পরম আনন্দ,
আমি পেয়েছি যে আজ।
একটাই সূ্র্য আর একটাই চন্দ্র,
আলো করিতেছে দান।
তাইতো তারা একে অন্যের
দুগ্ধ করিয়াছে পান।
নিস্বার্থভাবে তারা দিয়েছে আলো,
ধরাকে করেছে মহান।
এযে বিধাতার অসীম কৃপা
এযে বিধাতারই দান।
গল্পের বিষয়:
কবিতা