২৫ শে মার্চ ছিলো কালোরাত
সে রাতেই বাড়িয়ে দিলাম
দেশের তরে আমার দুহাত।
অগ্রসর হলাম সম্মুখপানে
অস্ত্র নিলাম দুই হাতে,
রণ করিলাম ১১নং সেক্টরে
স্বাধীন দেশ পেয়েছি তাতে।
লক্ষ জ্ঞানী , লক্ষ জন
লক্ষ জননী, লক্ষ বোন-
পাক-সেনারা করিল খুন।
লাখ জননীর অকাল মরণ
সহস্র বোনের ইজ্জত হরণ,
কেড়ে নিল গাত্রের বসন
জোরপূর্বক করিল ধর্ষণ।
সংগ্রাম হয়েছিল নয়মাস
ত্রিশ লক্ষ বীর বাঙ্গালী
ত্যাগ করিল শেষ নিঃশ্বাস।
২৫ শে মার্চ হয়েছিল মুক্তিযুদ্ধের সূচনা
২৬ শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব-
স্বাধীন দেশ করিল ঘোষণা।
২৬ শে মার্চ ফিরে এলে
১৬ কোটি বাঙ্গালী মিলে,
স্বাধীনতার কতকতা স্মরণ করি
দুঃখ গ্লানিকে পেছনে ফেলে।
গল্পের বিষয়:
কবিতা