তুমি চলে যাওয়ার পর
তুমি চলে যাওয়ার পর আসে নি ঊষাকাল
মৌন আলোর হাতছানিতে আসে নি গোধূলি বেলা,
আমার আকাশে হাসে নি আর সেই নিশানাথ
মন আঙ্গিনায় ভিড়ে নি আজো সুখের ভেলা।
তুমি চলে যাওয়ার পর ঝরে নি বৃষ্টির ধারা
করা হয় নি অবগাহন কোন বর্ষাস্নাত দিনে,
নিশীথে কেহ শোনায় নি মোরে অনন্তরি গীত
ধূলির মেঘ উড়ে নি আর আমার অচেতন মনে।
তুমি চলে যাওয়ার পর আলো ছড়ায় নি তারা
একটুকরো জ্যোৎস্নার আভা পড়ে নি আমার উঠোনে,
মন হারিয়ে যায় নি আর সেই দূর নীলিমায়
দখিণা বাতায়ন করে নি কো সন্ধি মোর সনে।
তুমি চলে যাওয়ার পর ভাবো নি কখনো আমায়
আর দেখো নি ফিরে বাজিয়ে বিষাদের বীণা,
আসো নি তুমি,দেখো নি দু’চোখের জলকান্না,
নাই বা এলে,তথাপি দুঃখ টুকুই সান্ত্বনা।
গল্পের বিষয়:
কবিতা