এখানে একটা কবিতা ছিলো
লাল রংয়ের কবিতা
সবুজ আর আকাশী রংয়ের কবিতা।
সাদা পায়রার মতো কবিতা ছিলো একটা।
বকুলের গন্ধ ভরা
শিশির ভেজা শিউলির মতো
তরুনীর খলখল হাঁসির মতো কবিতা।
এই কবিতায় দোয়েলের শীষ ছিলো
কালো কোকিলের মিষ্টি গীত ছিলো
ছিলো আকাশ ভরা তারাদের আলো
ইট-পাথরের গুমোট জীবনে মায়ার হাসি কারো…
অতঃপর চোখ মেলে দেখি একদিন
সেই কবিতাখানি আমার, নেই
আগের মতো নেই।
শুকিয়ে হয়েছে মলিন, ধূলি ধূসরিত…
এই কবিতায় মিষ্টি গন্ধ নেই
আবেগ নেই দোয়েল-কোকিলের
প্রাণ খোলা হাসি নেই কারো
অট্টালিকায় চাঁপা পড়া আকাশের মতো
চাঁপা পড়েছে আমার কবিতাটা
পারফিউমের গন্ধে
যান্ত্রিক হাসিতে
আবেগহীন দূর্বোধ্য সব কাঠকয়লার পাহাড়ে..
গল্পের বিষয়:
কবিতা