আগুন মেয়ে

আগুন মেয়ে

আগুন রঙা মেয়ে,
সিঁথিপথে কপাল বেয়ে সূর্য্য চুঁইয়ে পড়ে
জন্মে জন্মে সূর্য্য শিখা ছুঁয়ে যায় তার মন।
সবুজ সবুজ ধানের শীষে লতিয়ে থাকে গা
আশ্বিনেরই উঠোনজুড়ে কাশফুল ঝরা ভাত
আগলে রাখে আগুন আগুন চোখে।
আগুনরঙা মেয়ে
বন্দী শরৎ মুক্ত খবর পেলে, হাতের মাঝে
জ্বালায় আগুনদীপ।দমকা হাওয়ায় আঁধার
নেমে এলে,এলোমেলো বাস্তুভিটের পথ !
হাজার হাজার মশাল আলো দ্যাখে
আলবেয়ে ওই আসছে আগুন মেয়ে,
সারা গায়ে কাদামাটির দাগ,
কাস্তেতে তার সূর্য্যরঙা ভোর
মাটির মেয়ে আগুনপাখি হয়ে
যুগে যুগে আগুনে দেয় ঝাঁপ।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত