অলিক স্বপ্নের জাল

অলিক স্বপ্নের জাল

শত স্বপ্ন,সাধনার ডিঙিয়ে চলা ঢেউ,অতল জলরাশির বুকে,
ক্ষনিকের পুলক মেটা পিয়াস মাত্র।
আলতা রাঙা আলেয়ার রোমাঞ্চকর ক্ষত,
জীবন মোড়ানো পুতুল খেলার ছল।
ল্যাংটা কালের লাজ-সরম,
দাগ কেটে যায় দাগী আসামির মত।
মরে যাওয়া প্রাণে ছলনার অবসান,
মাতাল জটাধারীর,ভন্ডামীর বস্ত্রাহরণে,স্বাদের মজা লুকানো।
মোহ মায়ায় আচ্ছন্ন চেতনার নিদ্রায়,
মিথ্যা বন্দিদশার পাজরে,ঠুকে দেয়া পেরেক সম গর্ত।
আসমান-পাতাল একাকার মহাশকট যেন,
উড়ে চলার পতঙ্গ ডানা।
ভয়,ত্রাস,কম্পনের অদৃশ্যমান সিগন্যালের স্লোগান,
জর্জরিত অলিক আঘাতে ঘায়েল বিলাসী বাসনা।
নরাধমের কাঙাল রুপের,বিজলীর ফেড়ে ফেলা মেঘের কান্না,
চৈত্রের জ্বালানো চিতায়,অনলের ঘসাঘসির প্রেম তূল্য।
মরণ পরিক্ষায়,পরাজয় পত্রে,লিখে দেয়া অবশেষ নিঃস্বাস,
জীবন,জগৎ,প্রলাপ,প্রলয়,সনাতন,শব্দের্,নিরর্থক ধাঁধা।
প্রতিটা রাতের শেষে,ফিরে আসা আত্নার,অলসতার হাইতোলা,
জানান দিয়ে যায়,গত হওয়া কাল ছিল,অলিক স্বপ্নের জাল বোনা।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত