ওই চোখ দুটি

ওই চোখ দুটি

ওই চোখ দুটো এ্যত্ত কেন মায়াবী,
যতবার ও চোখে চোখ রেখেছি,
জানায় অজনায় ততবার ওচোখের প্রেমে পরেছি।
ওচোখের চাহনির কাছে,
কতবার হারিয়ে ফেলেছি নিজেকে।
আর কত হারাব ও চোখের মায়ায়,
কতবার জলব ওই চোখের অগ্নি জালায়।

প্রেয়সী ওই চোখ দুটি আর রেখ না এই চোখে,
ঝলসে যাবে মোর চোখদুটি ও চোখের আগুনে।
ওচোখের মাঝে যেন পদ্না ফুটে আছে,
পদ্না ফুল দোল খেতে দেখি ওচোখের চাহনির মাঝে।

ওই চোখের দিকে তাকিয়ে,
শত বৎসর পাড়ি দিতে পারি,
ওচোখের পানে চোখ রেখে,
জীবনকে বদলাতে পাড়ি।
তবুও বলি প্রেয়সী,
এই চোখে চোখ রেখ না তুমি।

ওই চোখের অগ্নিঝরা চাহনিতে,
মোর চোখ দুটি যে ঝলসে যাবে।
কাজলরাঙ্গা চোখে যদি একবার তাকাও মোর পানে,
হাজার বছর বাচতে ইচ্ছে হয় ওই চোখে চোখ রেখে।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত