ডুগডুগি ছিল কার হাতে,
সদ্য বুঝেছি কাল রাতে…
বাঁদরটা নাচছিল ভালো;
ডুগডুগি তাল এলোমেলো
হায় রে, মুখোশ খুলে দিল।
আঁধার গোপনে চুপ শলা
“চল আজ করি ফালাফালা।
যা বাঁদর মাঠে নেচে আয়,
আমি আছি তবু তোর ভয়!
পণ্ডিতি—হুম, বাড়াবাড়ি,
অসহ্য, তাই জ্বলে মরি!
হারবো কি? আমিই তো রাণী,
তার চেয়ে ডুগডুগি কিনি,
লুকিয়ে বাজাই খুব জোরে—
শাখামৃগ তোড়জোড় করে,
মাঠে নেমে দিয়ে যাক গোল—
হাত তুলে বলি হরিবোল!”
গল্পের বিষয়:
কবিতা