এক ছিল ভূত, ভূতের মতোই
রাত বিরেতে ঘুরতো সে,
খেয়াল হলে আপন মনে
বিচ্ছিরি গান জুড়তো সে।
মাঝরাতে ঠিক জলার ধারে
মাছের লোভে বসতো সে,
মাছ পেলে তা ক’ভাগ হবে
এমন হিসেব কষতো সে।
ঘষা চাঁদের মরা আলোয়
দৃষ্টি মেলে রাখতো সে,
জলা থেকে জল নিয়ে ফের
মাঝে মাঝেই চাখতো সে।
রাত ফুরোলে, মাছ না পেয়ে
দুঃখ নিয়ে ফিরতো সে,
ঘরে ফিরেই রাগের চোটে
শ্যাওড়া পাতা ছিঁড়তো সে।
সেই ভূতটাই দিনের আলোয়
দারুণ ভয়ে কাঁপতো সে,
তারপরে কী? দুষ্টু যারা
তাদের ঘাড়ে চাপতো সে।
গল্পের বিষয়:
কবিতা