এ্যাত্ত মায়া কেন আমার মনে
কিসে মায়া করি ললনার প্রতি,
যত্ত মায়া করি ততই
ঘৃর্ণার কার্তুজে পর্যদুস্ত হই।
তবুও মনের মায়া কমে না
বারংবার বৃদ্ধি পায়,
মন কে শতবার বললাম মায়া করিস না
ললনা কে ভালবাসিস না?
মন ঠিক ততবার ললনার
প্রেমে হাবুডুবু খায়
পরিশেষে ক্রন্দন করে,
করে হায় হায়!
মনটা বড্ড বেহায়া
বারংবার ললনার বক্ষের খোজে ছায়া,
ললনার বক্ষে জায়গা পায় না
মনে ততই করে মায়া?
গল্পের বিষয়:
কবিতা