যখন তুমি জানলে আমি তোমায় ভালোবাসি
তুমি বললে এটা তো সম্ভব নয় !
তুমি জানলে আমি কবি
তবু তুমি কবিতা শুনতে চাইলে না !
তুমি জানলে আমার পেশা ব্যাবসা
তবু তুমি যোগ্য মানুষ ভাবলে না আমায় !
বুঝেছি তুমি হয়তো ভেবেছো
কবিরা হয় পাগল আর পাগল কি বোঝে দুনিয়াদারি
যে করবে ব্যাবসা !
তোমার এক বান্ধবী বললো
আমি নাকি একটু মোটা !
আমার বন্ধু তাকে বোঝালো
শারীরিক কসরত করলেই নাকি সারবে এই রোগ !
এই কথোকপকথনে খুব মজা পেয়েছি !!
তুমি বললে তুমি নাকি অন্য এক যুবক কে ভালোবাসো
তার বাড়ি নাকি ভিনদেশে !
সে বড়োই ভাগ্যবান !
তোমার যৌবন রাজ্যে আমিই শুধু অপরাধী !?
বড়ো কষ্ট হচ্ছে আমার
যৌবন ঘনত্ব আস্তে আস্তে হচ্ছে অবশ
সিগারেটে দিচ্ছি টান এই তো দুই দিন ধরে
আগে ভাবতাম লোকে কেন করে ধূমপান
এখন ভালো লাগে ধোঁয়াময় এই ঝিম ঝিম টান !!!
কত অঘটন যে ঘঠবে আমি জানি না
দিনগুলো আর দিনের মতো রইলো না
তুমি আমায় আপন করলে না
জীবন বলতে কিছুই আর রইলো না !!!!
তুমি অনেকঅবহেলা করছো আমায়
সহ্য করে নিচ্ছি সব !
তবে তোমার একটা কথা আমাকে দুমড়ে মুচড়ে দিয়েছে –
তুমি বললে যে আমাকে দেখে তোমার নাকি কোনো
অনুভূতি জাগে না ইংরাজিতে যাকে বলে ফিলিং !!!!!
প্রজ্ঞা তুমি এই কথা কি করে বললে ??