তাকে নিয়ে হৈচৈ

তাকে নিয়ে হৈচৈ

এই শিহরিত কানে,
যানজটের তীক্ষ্ণ গানে,
কিছু প্রবেশ করল বুকের মাঝখানে,
অনুভূত হল মনের শূন্যস্থানে।

রোদে পুড়ছি ঝুঝে,
আমার ঘাম যে হাত মুছে,
সে হাতে গোলাপ দিলে তুলে,
যে হাঁসি সৃষ্টি হয় তা নয় মিছে।

এই নথির কাড়াকাড়ি,
কথায় কথায় বাড়াবাড়ি,
কত কার সাথে আড়ি,
কিন্তু শান্তনা দেয় যে নারী।

তাকে দিলে ক’টা কাঁচের চুড়ি,
সে রাধে আমার সবজির ঝুড়ি,
সাজানো ঘরে সে মোর নূরি,
তাই তো বেশি স্নেহ করি।

পথে গাড়ীর আছে কোলাহল,
হলদে বাতি জ্বলে ঝলমল,
ক্ষিপ্ত হলে শুনে কোলাহল,
কথাতেই সে ঢালে মাথায় জল।

সে মাথাতে তুলে ঘোমটা,
অন্ততে রাখে আমার নামটা,
তকে বলতে পারি না মিথ্যা,
সে ছাড়া অনুভূত হয় ছুটি গুলো বৃথা।

করি তাকে নিয়ে হৈচৈ,
কাঁধেকাঁধে মাথা দিয়ে রই,
তালে বেতালে কত কথা কই,
সবশেষে থাকে; সে যে মোর সই।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত