নিজের উদ্দীপনা নিজেরই লাগছে অসহ্য
জীবন মৃত্যুর মাঝের সময়টুকুই
তোমায় বাসতে পারবো ভালো
এমন বাক্যগুলি সত্যি আমায় কাঁদায়
ঘোরের মাতাল বাদ্য নাচে বুকে
দৈনিক যৌবন ব্যাস্ততা আজ উদাস
অস্তিত্বের রাজা আজ গতিহীন
কল্পনাও জড় পর্দাথের মতো আজ
জখম জীবনের রক্ত চায়
শুন্যতা করতে চায় বন্ধি
লাজুক মমতাগুলো পায় না কদর
তুমি আমি এক বিধাতার
এটাই আমার শেষ ভরসা
হয়তো আলো ফুঁটবে
আমাদের অসীম আশ্রয় জুটবে !
গল্পের বিষয়:
কবিতা