জানো স্বপ্ন?
স্বপ্নবিভর সেই আমি,
স্বপ্নদেখার আগেই সব ঝাপসা দেখি।
সেখানে রঙ্গিন পৃথিবিটা ফ্যাকাসে হয়ে যায়,
দুঃস্বপ্নরা তেড়ে আসে আমার দিকে।
আমি সামনেও আগাইনা, পেছনেও তাকাইনা
আমি আনমনে চেয়ে থাকি,
এই বুঝি বাস্তবতার জঞ্জাল পেরিয়ে স্বপ্নে হাত বাড়ালে তুমি।
চুপ করে চলে এসো কেউ দেখবেনা,
এতো কালো রাতে কেউ ছায়াও দেখবেনা,
একলা আমি তোমাকে দেখবো।
একবার তোমার চোখের তারায় নিজেকে দেখবো,
তারপর আমার চোখজোড়া স্পর্শ করে যেও, আমি একটু ঘুমোবো।
প্রতিরাতে তোমার নির্ঝরিনির নির্ঝরে স্বপ্নভঙ্গ হয়,
এক টা রাত তাকে দাও;
তার পরের শহস্র রাত ঘুমিয়ে কাটাবে,
আর কিছুই চাইতে আসবেনা, সাথে নিয়ে স্বপ্নভঙ্গের আর্তনাদ।
গল্পের বিষয়:
কবিতা