মাধবী-
তুমিও কি ভূমিকম্পে কাঁপছো থরো থরো
আমি ধরে আছি তোমার হাত
তোমার আমার মাঝে বিরাট ফাটল
কেবলই ব্যাপকতর, তীব্র ক্রন্দন
তুমি দূরে চলে যাচ্ছ ক্রমশ
আমি একপাশে আর তুমি অন্য প্রান্তে
মাঝখানে ভূমিকম্পের ফাটল গভীরতম
অচেনা সময়ের স্রোত ভাসিয়ে নিচ্ছে আমাদের
কাপঁছে বাড়ি-ঘর, জানালার কাচ, চায়ের কাপ
উড়ছে ধোঁয়া, নুয়ে পড়ছে সব
চেনা জগত হারিয়ে যাচ্ছে অজানায়
দিগন্ত লালে লাল যেন অভিমানে কাঁপছে প্রকৃতি
প্রকাশ্যে কুপিয়ে হত্যা অথবা নারীর বস্ত্রহরণ
এসব কি তারই প্রাকৃতিক প্রতিশোধ?
ভূমিকম্পের ঝাঁকুনি মানুষের হৃদয়ে
তুলবে কি আনবিক ঝড়?
নাকি সব মৃত মৃত্তিকার মত থাকবে চেতনাহীন
মাধবী-তোমার আমার
এ অকারণ অনিচ্ছার বিচ্ছেদ তবে কেন?
এ যন্ত্রণার নীল আগুনে পোড়ে মহাকাশ…
গল্পের বিষয়:
কবিতা