আঁকিয়ে খুকু

আঁকিয়ে খুকু

বৃষ্টি শেষে জলের তোড়ে ডুবলো বাড়ির কোণ
কুসুমজলের কোমল ছোঁয়ায় সতেজ হলো বন।
বুলবুলিটা উড়ে গেল ঝাপটে ডানা দু’টি
ঘুলঘুলিতে চুপটি বসে পায়রা সাদা জুটি।

রোদের আলো উঁকি মারে সজনে গাছের ফাঁকে
মাগো আমায় এসব ছবি আঁকতে কেন ডাকে।

বিকেলবেলা আকাশ জুড়ে সাদা মেঘের মেলা
এই হয়ে যায় হাতির শুঁড়, এই তো দেখি ভেলা।
উড়ছে যেন পেঁজা তুলো আবার কাশের ঢেউ
সারি সারি পাহাড় চূড়া আঁকলো যেন কেউ।

এই তো খুশি আকাশ মেয়ে এই তো মুখ ভার
এসব ছবি আঁকতে কেন মন চায় বারবার।
সন্ধ্যা হলেই পাখির ঝাঁক ওড়ে দলে দলে
সূর্য ডোবার দৃশ্য ভাসে পুকুর নদীর জলে।

এক এক করে ঘুড়ির দল আকাশ থেকে নামে
নাটাই ভরে টানতে সুতো ছেলের দল ঘামে।
কাজের শেষে চাষী-শ্রমিক ফিরছে বাড়ির পানে
বল্ না মাগো এসব ছবি আঁকতে কেন টানে।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত