ভালো থাকার চেষ্টা করেও
যায় না থাকা ভালো
তুমি বিনা শুকনো সবই
আঁধার রাতের কালো
তুমি আছো তোমার মতই
আরেক জনের পাশে
তোমার অভাব আমার মাঝে
প্রকট হয়ে ভাসে
কি যে হলো, গেলেই চলে
নানান হিসেব কষে
এত হিসেব চলে কি আর
হৃদয় বদল শেষে?
এখন তুমি দূর আকাশে
মিটি জ্বলা তারা
এই না জীবন যাবেই কেটে
সত্যি তোমায় ছাড়া …।
হায়রে তুমি, সাধের তুমি
স্বপ্নে দেখা মুখ
তোমার দিনে সুদিন আসুক
ভরে থাকুক সুখ।
গল্পের বিষয়:
কবিতা