সূর্য বাবু জ্বলছে বলে
তাহার আলোয় দিন চলে।
উঠে তাহা পূর্বকোণে,
কারণ তাহার ঘুরান্তির ধরণে।
সূর্য নামক নক্ষত্র হতে
আলো আসে শূণ্য রথে।
গোলকবাবু অনেক দূরে
প্রায়ই হবে পনের কোটি কিলোমিটারে।
শুকছেও সাদার আবরণ,
মাহাত্ম্য তাহার কম(সাদা) শোষণ।
হাসছে পানি, করছে জ্বলমল,
হচ্ছে আলোর প্রতিফলন।
সৌরজগতের রাজা তিনি
মোরা তাহার কাছে ঋণী।
গল্পের বিষয়:
কবিতা