একেকদিন ফেলে আসা তোমার শ্বাসের মতো
প্রিয়তম কবিতাদের খুঁজে পাই
পুরাতন ক্ষতের মতো সুন্দর স্বাদ
গরম দুধ রুটি যেমন সাদা চিনির দানাতে মিষ্টি
আমার বুকের আর্ধেকটা অন্ধকার করে
স্টেশন এলেই তুমি নেমে যাও
কবিতার পলকা শব্দরা তোমার সারাদিনের
এলোমেলো চুলে লেগে থাকে
অথচ একমাত্র তোমাকেই বলতে পারি
প্রিয় কবিতা খুঁজে পেলেও প্রিয়তম কবিদের
আজো খুঁজে পেলামনা, কেউ বিপণনে
কেউ বিজ্ঞাপনে, কেউ বা নিছক অভিমানে
হারিয়ে রয়েছে, আর পিছু ফিরে তুমি হেঁটে চলে যাচ্ছ
আমি তোমার কবিতা না তোমার কবি
এই আমার বিষাদ দ্বন্দে তোমার ওষ্ঠ
ক্রমশঃ পেলব সূর্যাস্ত হয়ে উঠছে
গল্পের বিষয়:
কবিতা