নিকৃষ্ট মানবী

নিকৃষ্ট মানবী

কুড়িয়েছিলাম ঝরা ফুল
ভাঙাতে চেয়েছিলাম তোমার ভুল
দাঁড় করিয়ে দিলে আমায় মাঝ নদীতে
পাল ছেড়া নৌকোয় আমি হারিয়েছি কূল,
সাঁতার না জানা আমি দিয়েছি অবগাহন
কোনরকম হাবুডুবু খেয়ে বেঁচেছিল প্রাণ।
ক্লান্ত আমি পায়ে গেঁথেছিল কাচ
কতটা ব্যথা!

ওগো প্রিয় তুমি করতে পারবে না কো আঁচ।
খুঁড়িয়ে হেঁটেছি আমি রক্তে রাঙানো পা
কিভাবে সম্ভব?
তোমায় করি কৃপা,
চিরকুট লেখা হয় না এখন লেখা হয় না কবিতা
মুখে আওড়ে যাই যখন বেদনা শুধুই অন্তরে।
ভালোবাসার হুল ফুটিয়েছ হৃদয়ে
তব কাটেনি এখনো মায়া
ঢুকরে উঠে মন
কথা বলে নিজের ছায়া।
চোখেরজল গেছে শুকিয়ে
অনুভূতিগুলো হারিয়েছে প্রাণ

রোজ নিশিতে আমি জেগে উঠি
এই বুঝি ডাকলে তুমি!
কী করে বুঝাই?
বিষে ভরে উঠে মন।
চলে যাবো আমি
তবে রেখে যাবো পদাঙ্ক
চরম ভুল করে যাতে
কেউ গায়ে না মাখে
ভালোবাসার কলঙ্ক।

তোমাকে দেয়া বেলী ফুলের মালা
জানি শুকিয়ে গেছে আজ
পাওয়া যাবে না ঘ্রাণ
তবু মনে রেখো
সে মালা আমি
পরম যত্নে গেঁথেছিলাম,
ঊষালগ্ন পেরিয়ে যাবার আগে
কুড়াতে গিয়ে ফুল
হারিয়েছি বুক পকেটে থাকা
তোমার একমাত্র স্মৃতি,
সে মালা আমার কবরের পাশে রেখে এসো
যেদিন থাকবে কোনো এক পূর্ণিমাতিথি।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত