কুয়াশার পুলকে কাপঁছে শীতগ্রস্থ রাত
কামনামদির তোর আধবোজা চোখ যেন
সংক্ষিপ্ত মৃত্যু মুহূর্ত শিহরণে
ভাঙ্গা হাতলের জোছনার
পেয়ালা উপুর
ঝরছে অবিরাম, অকারণে।
অস্থির নিশ্বাসে এবার ক্লান্ত চোখ
তৃপ্ত ঠোঁটে ঠোঁট রেখে
ঘুমের কথা হোক।
বুকের ভিতর নরম শরীর ওম
ভেজা কপালে লেপ্টে থাকা চুল
সরিয়ে আঙ্গুল
আলতো ছোঁয়ায়
কল্পরাজ্যে প্রবেশ, ঘুম!
ঘুমের মাঝে, বালিশগুলুই মেঘ
তোর মাখন শরীর
স্পর্শে আমার
মেঘের মাঝে হাটি,
বিছানার রঙ্গিন চাদর আলাদীনের পাটি।।
পাখির ডাকে সকাল হলো বলে
পূব আকাশে মাত্র ফোটে আলো
তুই ভাবলি অবুঝ বালকটাকে
ঘুমের দেশে ছেড়ে যাওয়ায় ভালো!
ঘুম ভাঙ্গলেই, বিছানার ওপাশ খালি
ফুলো চোখে শূণ্যতার অত্যাচার
মুঠোফোনটা চমকে দেয় আমায়
ওপাশে তুই, “কি, ঘুম ভেঙ্গেছে দুষ্টু খোকাটার?
গল্পের বিষয়:
কবিতা