দু কোটি আটাশি বছর পর দেখা

দু কোটি আটাশি বছর পর দেখা

কত বছর পর দেখা হলো
জানো কি সুসমিতা?
তুমি তো জানো না,
আর হিসেবো রাখো না।

আমার হিসেবের খাতায়
করায় গন্ডায় হিসেব রাখা হয়েছে কতকাল দেখি না তোমায়।
কতরাতে যোগ বিয়োগ করে হিসেব করেছি,
যোগ বিয়োগ করে একটাই ফল পেয়েছি,
দু কোটি আটাশি বছর তোমায় দেখিনি।

দু কোটি আটাশি বছর পর দেখলাম তোমায়।
এতগুলো বছর পেরুলো অথচ একবারো দেখতে ইচ্ছে হল না আমায়।

একবারো কি মনে পড়ল না
পুরনো দিনের কথা,
হে সুসমিতা,
আমার কথা কি একবারো মনে পরে না।

আজ কেন জানি মন বলছিলো,
তুমি আসবে সে পথে,
সে পথে বসে ছিলাম তোমার অপেক্ষায়।
সত্যি তুমি আসলে,
দু কোটি আটাশি বছর পর,
দেখতে আমায়।

দু কোটি আটাশি বছর পর
একনজর দেখলাম তোমায়।
ভাবছো এত বছর মানুষ বাঁচে কেমনে,
একটা দিন যদি একটা বছর হয় তাহলে,
দু’কোটি আটাশি বছর হতে
মাত্র কয়েক বছর লাগে।

দু কোটি আটাশি বছর আগে,
যেমনটি ছিলে
ঠিক তেমনি আছ, পাল্টাওনি একটুও আগের চেয়ে।
এত বছরে তো তোমার বুড়ি হবার কথা,
কিন্তু বুড়ি তো পরের কথা,
তোমার একটা চুলও পকলো না
কেন সুসমিতা?
তুমি কি জানো নাকি জানো না,
একটি দিনে একটি বছর হলে,
দু কোটি আটাশি বছর হতে,
মাত্র কয়েক বছর লাগে?

দু কোটি আটাশি বছর পর
তোমায় দেখলাম।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত