এই ভুবনে তোরে আমার আপন ভাবিতাম
তোরে হৃদমাজারে যতন করে লুকাইয়া রাখতাম
তোর মুখের হাসি দেইখা দুংখ ভুলিতাম
তুই ডাকলে পরে কেমন করে হাজিরও হইতাম
ওরে সব ছাইড়া তোর লাইগা দিলাম বলে বাই
এখন আমার জন্যে তোর হাতে কোন সময় নাই
ওরে কাছে আইসা মন মাজারে কষ্ট দিলি রে
তুই দে রে দে ব্যথা দে যতো খুশি রে
♥
ও মাইয়া ও মাইয়া রে তুই ছলনাময়ী রে
আমার স্বপ্নে দেখা সময় গুলা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে মজার সাহস দিলো কে
মাইয়া তুই বড় ছলনাময়ী সবার সেরা রে
রে রে রে রে।। রে রে রে রা রি রে।। রে রে রে রে রে রা রি রে রে রা রি রে
♥
♥
ওরে হাজার মানুষের ভিড়ে তোরে খুঁজিয়া লইতাম
আমি সবার থেকে বেশি তোরে ভালো বাসিতাম
ওরে রাইতের পর রাইত জাগিয়া কবিতা লেখতাম
আবার সেই কবিতার ছন্দে তোরে খুজিয়া লইতাম
অহন একলা একা সময়গুলা কাটাই কেমনে
এত কাছে আসার পরেও আমার দোষ কি ছিলো রে
রোজ রাইতে বেলা পোলামাইয়া চুপি চুপি কয়
দেইখা ল রে তোর দ্বারা কিছু হবার নয়
♥
ও মাইয়া ও মাইয়া রে তুই ছলনাময়ী রে
আমার স্বপ্নে দেখা সময় গুলা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে মজার সাহস দিলো কে
মাইয়া তুই বড় ছলনাময়ী সবার সেরা রে
রে রে রে রে।। রে রে রে রা রি রে।। রে রে রে রে রে রা রি রে রে রা রি রে
♥
♥
তোর চলার পথে এহন তো আর দরকার পরে না
রাত্রি জাইগা কেউ তো আর কবিতা শুনে না
তোর ইনবক্সের মেসেজ দেইখা ঘুম আর ভাঙ্গে না
কেউ আর স্কুলগেটের দোকানটাতেও ভির জমায় না
এহন আয়নার মতো দেখি তোর ছলাকলা রে
আমি কবিতার ছন্দ সাথে লইয়া ভালোই আছি রে
♥
রোজ রাইতে বেলা পোলামাইয়া কানে কানে কয়
দেইখা ল রে তোর দ্বারা কিছু হবার নয়
ও মাইয়া ও মাইয়া রে তুই ছলনাময়ী রে
আমার স্বপ্নে দেখা সময় গুলা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে মজার সাহস দিলো কে
মাইয়া তুই বড় ছলনাময়ী সবার সেরা রে
রে রে রে রে।। রে রে রে রা রি রে।। রে রে রে রে রে রা রি রে রে রা রি রে
গল্পের বিষয়:
কবিতা