ইসক্রা

১.
সংগ্রামই সুন্দর
সংগ্রামই সত্য;
এ–ছাড়া আর যা
সবই ভুল তত্ত্ব ।

২.
মেঘ থেকে বৃষ্টি
মাটি দেয় শস্য
পুড়ে–যাওয়া কাঠ
দেয় ছাই ভস্ম ।

৩.
কোকিল প্রচার করে বসন্তের গান
কবি দেন সামাজিক সত্যের সন্ধান ।


মার্কস, এঙ্গেলস, লেলিন…
ওঁরা আসছেন;
দয়া করে পথ ছেড়ে দিন ।

৫.
কোনোদিন শোষকেরা
হয়তো বদান্য হতে পারে;
___এরকম সাধু কামনায়
দিন যায় ভাবুক কবির ।
জানে না সে এই নীতি
অবাস্তব, অচল স্থবির ।

৬.
শুন হে শ্রমিক ভাই
সবার উপরে শ্রমিক সত্য
তাহার উপরে নাই ।


বড়ো প্রয়োজন সামনে এসেছে
ছোটো প্রয়োজন ছাড়তে হবে ।
জীবন হচ্ছে যুদ্ধক্ষেত্র
ভুল করলেই হারতে হবে ।

৮.
যে নদী সাগরে মেশে তার মৃত্যু নেই,
যে–কবি মিশতে পারে জনতা সাগরে,
তার ভাগ্য ঐ সমুদ্রমুখী নদীর মতই ।

৯.
পথিক বিশ্রাম করে দেখে
গর্ব করে শাল্মলীর ছায়া,
বৃক্ষ নয়, যেন সেই সব ।
রৌদ্র কয় ‘দূর হ বেহায়া‘ ।

১০.
দৃষ্টি যদি অন্ধ থাকে সমাজের দিকে
লাভ নেই তার নামাজে, আহ্নিকে ।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত