রক্তের যুক্তিতে ভর করে বেঁচে আছি
আধুনিকতার দাপটে আমি ভারহীন
মুক্তির যৌবন পটে হারিয়েছি ভালোবাসা
যৌবন ভাঁজে তাই বিরহের উৎসব !
আমার দেহ বাদ্য বাজতে ভুলেছে
যুবক মহাকাব্য নিজেকে গুটিয়ে নিয়েছে
আত্মার রঙিন জগৎ আজও সুপ্ত
অদৃশ্য সেই টানবার ক্ষমতা আজ কাফনের আড়ালে |
বন্ধ আজ জীবনের নগরায়ন
আমি জীবন আবেশে বাজেয়াপ্ত
শান্তির ক্লান্ত মিছিল একটুবাদেই থামবে
অন্ধকারে কিলবিল করবে মৃত্যুর পোকারা |
অবেলার নেশা আজ হিংস্র
ধ্বংস হচ্ছে জটিল কারুকাজ
নাবিক স্বভাব পর্দার আড়ালে
সবুজ দেশ আজ দেহহীন |
নতুন শব্দের মাতানো উৎসব জাগুক
পাখির ডানায় ভর করে আসুক ব্যাপ্তির সুবাস
ভালোবাসার গল্প পাতুক পৃথিবীতে আপন সংসার
প্রেম জোনাকির রঙ করুক ঝিলমিল
লেনদেন ফুরালে জীবন জ্বালানিও যে ফুরায় !!
গল্পের বিষয়:
কবিতা