ঠিক মাথার ওপর
সাপের ছোবল—
সর্পাঘাত এবার বুঝুন,
কোথায় বাঁধবেন তাগা,
কালো সুতা?
বিষ আটকাবেন কিসে?
অস্পষ্ট চেহারা
কণ্ঠস্বর চেনার আগেই
তন্দ্রা ভেঙে যায়
মাথার নিচেই দেখি
ঘামে ভেজা
দু-দুটি বালিশ।
প্রবাসীরা শূন্য হাতে ফিরে আসছে
রিকশা-শ্রমিকের তাণ্ডব, ভাঙচুর—
আরও একটি পাটকল বুঝি বন্ধ হলো…
গল্পের বিষয়:
কবিতা