বৌ শাশুড়ি দ্বন্দ্ব

বৌ শাশুড়ি দ্বন্দ্ব

পুরুষ শাষিত সমাজে পুরুষরাই সহনশীল
বরং নারীরাই যত নষ্টের মূল
নারীরাই নারীদের চরম শত্রু।
মনস্তাত্ত্বিক প্রতিদ্বন্দ্বের হীন মানসিকতায়
হেরে প্রতিমুহূর্ত নিজেরাই নিজেদের আজন্ম শত্রুতে পরিণত হচ্ছে,
ভুলেই যায় মা জাতীর আসল বৈশিষ্ট্যের অনুপুঙ্খসমেত
নিটল চরিত্র।
শুরু করে মায়ের উপর ভর করা শাশুড়ি নামক মুখোশী প্রহসন।

এই শাশুড়ি নামক চরিত্রটি
বিয়ের প্রথম দিনে থাকে বউ
বউ থেকে মা তারপর শাশুড়ি!!
শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব।

ভুলে যায় সেও একদিন ঘোমটা দিয়ে বাবা মা সবাইকে ছেড়ে সম্পূর্ণ একা,
দুরু দুরু কাপা বুকে এই একই বাড়িতে হাটি হাটি পা পা তে অতি সন্তর্পণে পদার্পণ করেছিলো!!

কিন্তু এক নিমিষেইই অজ্ঞাত হয় তার অতীত অবস্থান!!
শুরু করে শাশুড়ি নামক ক্রিমিনালী পাঠ!!
যা জল্লাদের ফাঁসি থেকেও নিষ্ঠুর!!
যা ডোমের চাপট থেকেও ভয়াবহ!
যা রাক্ষুসীর ছোবল থেকেও ভয়ংকর!
যা যমদূত থেকেও পাষাণী!
যা শয়তানের ডিম্বাণুকেও হার মানায়!!
যার ভয়াবহতায় বেঁচে থেকেও প্রতিনিয়ত মৃত্যুর সাদা কাফনের স্বপ্ন ডাকে শত শত নব্য বধু।

কুচক্রী শকুনি তার শাঁকচূর্ণী চালে সংসারের সকল সদস্যকে যুক্ত করে নেয়,
শুরু হয় গৃহযুদ্ধ!!
নতুন বৌ বনাম
শাশুড়ি নামক পুরাতন বৌয়ের দল।

এই শাশুড়ি নামক জন্তুটির কেও কেও এতটাই ভয়ানক
হয় যে,বৌ নামক গৃহপালিত প্রাণীটির
খাবার থালা কেড়ে নিতেও দ্বিধা করেনা!!
কুকুরের মতো বারবার খাবারের খোটায়
ক্ষতবিক্ষত করে বৌ নামক জন্তুটিকে।

আর বৌয়ের স্বামী
যিনি বাবা মায়ের নিতান্তই বাধ্য সন্তান,
যিনি মায়ের কথায় তার পৌরষত্ব জাহির করে যৌতুকের কম পয়সায় কিনে আনা তার নামজারি সহধর্মিণীর উপর!!

যৌতুক যত কম!!
অত্যাচারের মাত্রা ততবেশি,,
গতর দিয়ে শোধ করতে হবে!!
এটাই যেন বিধি!
এখানে স্বামী নামক বলদটিও নিরব দর্শকের ভূমিকায়!

এই ভয়াবহ শাশুড়ি বনাম বৌ যুদ্ধে
নিঃশেষ হয়ে যায় শত শত লাল শাড়ির স্বপ্ন
পুড়ে যায় লালের বহর
জাপটে আসে সাদার বরই পাতা!!

বেরিয়ে আসুন শাশুড়ি, মনের দেমাগ ছুড়ে ফেলুন,অন্তর্বিরোধ থেকে বেরিয়ে আসুন,
মুখোশ খুলুন মা হয়ে যান।
মূল্যায়ন করতে শিখুন মা ডাকের!
আপনারই সন্তান আপনার বৌমা!!
তাকে মেনে নিন,মেনে নিতে শিখুন
দেখবেন সেও একদিন মেয়ে হয়ে উঠবে!!

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত