এলোমেলো কিন্তু বাস্তব

গল্পগুলো অল্পের জন্য জীবিত হলো না !
আমি বাহাদুর হবার স্বপ্নকে হত্যা করলাম !
আমার আবিষ্কার তবে কি বৃথা হলো ?
আমি জানি সব যতই হোক এলোমেলো
সত্য কখনো মিথ্যা নয় |
আজব অলংকার আমার চাই না
আমি বাদ্য বাজাতে চাই
আমি মহাকাব্যের নায়ক হতে চাই
আমি এক আকাশ স্বপ্ন হতে চাই |
গতির অসীম আদেশ আমার প্রাণে
আমার কল্প ছেলেবেলা আমার অহংকার
মৃত্যু তাই অধিক যাযাবর |
জাদুকরি উৎসব শুরু হোক
অবাক হোক মূর্খ আর্তনাদ |
ছড়িয়ে পরুক গল্পের ঘোর
পূর্ণ তৃপ্তির মাঝে|

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত