একটি কবিতা

একটি কবিতা

সুন্দর নিয়ম গল্পের ছন্দ

বড়ই অচল অবেলার আনন্দ |

জীবন অসীম হবার নয়

তবু মনের মতো জীবন পেতে হয় |

ভুল করি অনেক ভুল

যুক্তিতে তাই দিতে হয় মাশুল !

গভীর নীতি করে মাতাল

জীবনের সমুদ্র বড়ই উত্তাল |

রূপক স্বভাব গতি চায়

তাই বুঝি খুঁজি উপায় |

হারাতে হয় বিশ্বের ব্যাস্ততায়

মানুষ হই নিয়তির সত্যতায়|

বেলা অবেলা চরম হয়

জীবন টা যখন হতে থাকে ক্ষয়|

বিষয়গুলো সুন্দর হোক

বিবেকসকল জাগ্রত হোক |

কল্পনা পাক নতুন বিলাসিতা

আমি যে চাই গল্পের নিত্যতা |

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত