ভাঙনের কিচ্ছা

ভাঙনের কিচ্ছা

গতরে জমানো ক্ষণ নীলাভ মায়ার বালি
স্বপ্নবাটিতে জমে ধুলো পরাণের পাশাপাশি
বিহ্বল রাতে আমি-আমার সমস্তটুকু বেনোজলে ভাসি
অনুভবের শিয়রে হয় থিতু আকুলতার ঝুলকালি।

একদিন আমিও রুখোশুখো উঠোনে অবুঝপনার চারা পুঁতেছি। কুপির নিবু নিবু আলোয় লিখেছি জীবন। দিনান্তে চৌহদ্দির সুখানুভূতি স্বাদের ব্যঞ্জন-আমিও গনগনে আঁচে শৈত্যের আঁধার মুছেছি।

সারল্যের ঘটি-বাটি জলের কলস অবোধ্য আঠা
না-রাঙানো দোরগোড়ায় ছিল অসামান্যতার পোঁচ
কুয়োতলায় খামখেয়ালির ভেজা গায়ে নির্ভার রোজ
হাড়পাঁজরার মাঝে আকাশের জমি-বড়জোর তিন কাঠা।

মাচার বাঁধুনির তলে লাউয়ের দোলা ঝড়-জলে। পুঁইয়ের ডগার সখ্য নড়বড়ে গোপনে খড়কুটোর চালে। ক্ষেতের কোলের ধনেপাতা বাড়ন্ত আড়ালে-ভরদুপুরের মুখরতা থোকা থোকা ঝিঁঝিঁর ডাকের ছলে…

রাতে অনন্তকালের বাতচিত-অগোচরে নৈকট্যের ঠাট্টা
কাঁথার ওমে উতলা আঁকড়ানো আজন্মের নির্ভরতা
চোখের কোণে টালমাটাল কাছাকাছির নিশ্চুপ কথা
নদীর বুকের হাওয়ায় একদিন জন্ম-জন্মান্তরের ভোঁকাট্টা।

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত