একটি ভ্রুণের কান্না

একটি ভ্রুণের কান্না

তুমি কি আমার, গুমরে মরা আর্তনাদ শুনতে পাওনা মা?
খসে পড়ে যাবে যে নক্ষত্রটি অচিরেই
যার আগমনে উচ্ছ্বাসিত হবেনা এই জনপদ
আজ তাকে বিদায় দেয়ার জন্য, কত আয়োজন!
অপারেশন থিয়েটার, ছুরি, কাঁচি, জল্লাদ সব প্রস্তুত
আমার খুব ভয় করছে মা! খু-উ-ব ভয়!

তুমি কি সত্যিই আমার স্পর্শ, অনুভব করতে পারোনা মা?
আমি শ্লীলতা- অশ্লীলতা বুঝিনা, আমি বৈধ- অবৈধ বুঝিনা
আমি কাঙ্ক্ষিত- অনাকাঙ্ক্ষিতও বুঝিনা
আমি তোমার বাহুবৃত্তে একটু নরোম ওম খুঁজেছিলাম!
তোমার বুকের গন্ধে, মিশে যেতে চেয়েছিলাম প্রার্থনা’র মতো করে!

তুমি যে শুনতেই পাচ্ছোনা মা, একটুও না
তুমি মুক্তি চাইছো- নিবিড় মুক্তি; আমার কাছ থেকে মুক্তি।
প্রহসন, পরিহাস সাথে নিয়ে
সুকেশী অন্ধকার হয়ত ঘিরে ধরবে তোমায়!
আমার বিস্বাদ স্পর্শ, হয়ত তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে
হেমলকের দ্বীপে; যেখানে শুধু বিষ আর বিষ!

আমি চাইনা মা, এমন জন্ম আমি চাইনা
যে বাতাসে আমি নির্মল শ্বাস নিতে পারবোনা!
এমন নিষ্ঠুরতার মাঝে বেড়ে ওঠে আমিও
তোমাদেরই অনুসারিত হতাম
সেই ভাল, বলি চড়ুক আমার—-!

গল্পের বিষয়:
কবিতা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত