তুমি রেগে লাল হয়ো না আর,
বলব না আর কোনো কথা তার।
সে যে তোমার আলোক বাতি,
উন্নয়নের গোপন সিঁড়ি।
বোকা আমি তাই না জানি কিছু,
ছুটি কেবল তোদের পিছু পিছু।
এক ইসারায় যায় যা কিছু বুঝা,
মিথ্যে কেন চাপাই বোঝা?
গরম চায়ে শীতের দিনে,
ভালোবাসার গভীর টানে।
আবার আসা তোমার পাশে,
অভিমানের চাদর খসে।
গল্পের বিষয়:
কবিতা