হীরকাঙ্গুরীয়: ০৯. কিরীটী একটু থেমে

হীরকাঙ্গুরীয়: ০৯. কিরীটী একটু থেমে

০৯. কিরীটী একটু থেমে

কিরীটী একটু থেমে নাসির হোসেন সাহেবের মুখের দিকে তাকিয়ে বলে, এবার বোধ হয় আর বাধা থাকল না—কি বলেন?

য়্যাঁ-যেন নাসির হোসেন সাহেব হঠাৎ কেমন চমকে ওঠেন।

বলছিলাম এখন যখন তিনি আর রইলেন না—আপনার বাধাও আর থাকল না, বিশেষ করে তিনিই যখন বাধা দিচ্ছিলেন—কি বলেন?

নাসির হোসেন সাহেব কোন কথা বলে না, চুপ করে থাকে।

আপনার তিন মামীর মধ্যে বোধ হয় ঐ মামীরই বেশী আধিপত্য ছিল নবাব সাহেবের উপরে—তাই না?

ঠিকই ধরেছেন।

যাক–কাল রাত্রে আপনি তো এই বাড়িতেই ছিলেন?

না।

ছিলেন না?

না, আমি রাত তিনটার পর ফিরেছি।

অত রাত পর্যন্ত কোথায় ছিলেন কাল রাত্রে?

দমদমে আমার এক বন্ধুর ওখানে ছিলাম। মানে বৃষ্টির জন্য সেখানে বিকেলের দিকে গিয়ে আটকে পড়েছিলাম।

তাহলে আপনি রাত তিনটের পর এসেছেন?

হ্যাঁ, এসেই তো শুনলাম ব্যাপারটা কিছুক্ষণ আগে।

আচ্ছা আপনি যে কাল রাত্রে ফিরতে পারেন নি কেউ জানতো এ বাড়িতে কথাটা?

কাল আসতে পারব না বলে ফোনে এখানে জানিয়ে দিয়েছিলাম।

ফোনে জানিয়ে দিয়েছিলেন?

হ্যাঁ।

হঠাৎ ঐ সময় মানিক চাটুয্যে বলে ওঠেন, কাল রাত্রে কখন ফোন করেছিলেন?

কেন, রাত তখন সাড়ে সাতটা আটটা হবে বৃষ্টি নামার কিছুক্ষণ পরেই।

মানিক চাটুয্যেই আবার প্রশ্ন করেন, ফোন কে ধরেছিল?

কেন বলুন তো?

না, তাই জিজ্ঞাসা করছি।

অবিশ্যি ব্যাপারটা সত্যি স্যাড।–মৃদু কণ্ঠে বলে নাসির হোসেন সাহেব।

কেন, স্যাড কেন?

কারণ ছোট মামীই ফোন ধরেছিলেন।

ছোট মামী! কিন্তু কুণ্ডু মশাই যে বলছিলেন—

কি?

কাল বিকেল থেকেই এ বাড়ির ফোনটা আউট অফ অর্ডার হয়ে আছে।

নাসির হোসেন সাহেব হেসে উঠলেন। বললেন, এ বাড়ির ফোন আউট অফ অর্ডার হয়েছিল?

হ্যাঁ।

কে বলেছে আপনাদের?

সৌমেন কুণ্ড মশাই।

মানিক চাটুয্যে বললেন।

ননসেন্স-ঐ লোকটা কখনো কোনো খবর রাখে না কিছু না, দুম্ করে একটা কথা এক এক সময় বলে বসে—আমি নিজে ফোনে ছোট মামীর সঙ্গে প্রায় দশ মিনিট ধরে কথা বললাম। আর ফোন আউট অফ অর্ডার হয়েছিল বলে বসলেন!

কিরীটী মানিক চাটুয্যের দিকে তাকিয়ে বললে, মানিকবাবু, সৌমেনবাবুকে একবার ডাকবেন এ ঘরে?

নিশ্চয়ই।

মানিক চাটুয্যে ঘর থেকে বের হয়ে গেলেন।

নাসির হোসেন সাহেব!

কিরীটীর ডাকে নাসির হোসেন কিরীটীর মুখের দিকে তাকাল আবার।

কালরাত্রে কখন আপনি দমদমে আপনার বন্ধুর বাড়ি থেকে বের হয়েছেন?

পৌনে তিনটে নাগাদ হবে।

কিসে এলেন?

কেন আমার নিজের গাড়িতে।

আপনার গাড়ি আছে? আছে বৈকি।

কি গাড়ি?

অস্টিন অক্সফোর্ড—

নিজেই চালান, না ড্রাইভার আছে?

না না, ড্রাইভার নেই, নিজেই চালাই নিজের গাড়ি।

আপনি সাধারণত কেমন speedয়ে গাড়ি চালান?

সে যদি বলেন মশাই, আমি একটু জোরে—মানে speedয়েই গাড়ি চালাই।

Speedয়ে–তবু সাধারণত কত মাইল?

মিনিমাম চল্লিশ তো বটেই, তার কমে গরুর গাড়ি চলে, সে মটোর নয়—

তা বটে!

মানিক চাটুয্যে কুণ্ডুকে নিয়ে এসে ঘরে ঢুকলেন ঐ সময়।

আসুন কুণ্ডু মশাই, এ বাড়ির ফোনটা কি ঠিক আছে? কিরীটী প্রশ্ন করে।

আজ্ঞে না।

ঠিক নেই?

না।

কখন থেকে আউট অফ অর্ডার?

কাল বিকেল থেকে। কোন্ ঘরে ফোন আছে?

এই তো বাইরের বারান্দায়।

কই, চলুন তো দেখি।

কিরীটী বের হয়ে গেল ঘর থেকে বারান্দায়।

আগের পর্ব :

০১. বাইরে ঝম্‌ ঝম্ করে বৃষ্টি
০২. বারান্দার শেষপ্রান্তে
০৩. বাইরে মেঘাচ্ছন্ন আকাশ
০৪. মানিক চাটুয্যেই প্রথমে কথা বলে
০৫. মোতির চিৎকারে বাড়ির সবাই জেগে উঠে
০৬. প্রয়োজন বুঝলে সবার সঙ্গেই দেখা করব
০৭. তোমার নাম মোতি
০৮. তুমি যে বলছিলে
পরের পর্ব :
১০. বারান্দার এক কোণে ফোনটা
১১. বাথরুম দুটির মধ্যে একটি
১২. নবাব সাহেব সেই পদশব্দে
১৩. এখন বুঝতে পারছি
১৪. রোশন আলী আপনার ছেলে
১৫. নবাব সাহেব প্রশ্ন করেন
১৬. মেহেরউন্নিসার দিকে তাকিয়ে
১৭. মোতির কথাটা শেষ হল না

গল্পের বিষয়:
উপন্যাস
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত